- Get link
- X
- Other Apps
"কলকাতা যীশু ও জেরুজালেম"
🖋 সায়ন চক্রবর্তী
কলকাতার নামকরণের ইতিহাস নিয়ে নানা মুনির নানা মত। মোটামুটি ৪-৫ টা মতামত একটু বেশিই প্রচলিত। বিভিন্ন সময়ে ঐতিহাসিক এবং রিসার্চাররা কলকাতার নামকরণ কলকাতা কেন হল তাই নিয়ে বিস্তর খোজা খুজি করেছেন। তার মধ্যে একটি চমকপ্রদ ধারণা আপনাদের সাথে ভাগ করে নেব।
আমরা ছোটবেলায় ইতিহাস বইতে কলকাতা সম্পর্কে পরতে গিয়ে যে তিনটি জায়গার নাম জানি তা হল সুতানটি, গোবিন্দপুর আর কলকাতা। সুতানটি এবং গোবিন্দপুর নামকরন নিয়ে আমরা পরে কোনো একদিন কথা বলবো। আজ শুধু কলকাতা নিয়ে কথা হবে।
এই মতামত অনুযায়ী "গলগাথা" থেকে কলকাতা নামকরণ হয়েছে। তাহলে প্রশ্ন আসে, এই "গলগাথা" কথার অর্থ কি? কোথা থেকেই বা এল? এই "গলগাথা" কথার অর্থ হল "The valley of Skull" অর্থাৎ "খুলির শহর"। তবে এই নামকরণ হওয়ার পেছনে একটি ছোট গল্প আছে। ১৬০০ শতকের পরের দিকে যখন ইউরোপীয়রা বঙ্গে বানিজ্যের জন্য আসা শুরু করে। তখন বর্ষাকালে এক মহামারীর দেখা দেয় এবং এই মহামারীতে প্রায় অর্ধেক ইউরোপীয়দের মৃত্যু হয়। ফলত সেই সময় নাবিক ও বনিকদের মধ্যে বিভিন্ন কুসংস্কারের সৃষ্টি হয় এবং তারা এইদিকে আসতে ভয় পেত। এর থেকে অনুমান করা যায় সেই জন্যই এই "গলগাথা" বা "খুলির শহর" নামকরণ হতেই পারে। এমনকি জোব চার্নক যখন কলকাতায় আসেন তখনও কলকাতা ছিল জঙ্গল দিয়ে ঘরে এবং প্রাকৃতিক দুর্যোগে আটকে পরার জন্যই তারা এইদিকে চলে আসেন।তখন চৌরঙ্গীর মত অঞ্চলে ছিল জলদস্যুদের আকরা। তাহলে বোঝা যায় কতটা বিপদজনক ছিল এইসব অঞ্চল।
এবার প্রশ্ন আসে এখানে যীশু বা জেরুজালেম এল কোথা থেকে? তাহলে আমাদের যেতে হবে ২০০০ বছর আগে। জেরুজালেম শহরের প্রাচীরের ঠিক বাইরে যে স্থানে যীশুকে ক্রুশ বিদ্ধ করা হয়, সেই স্থানটিকে Golgotha বা Calvary বলা হয়। এবং এই Golgotha র উল্লেখ Matthew, Mark, John, Luke এই চারটি Gospel এই পাওয়া যায়। এবং বর্তমানে এই স্থানে অনেকের মতে Church of the Holy Sepulcher অবস্থিত আবার অনেকে বলেন Gordon's Calvary অবস্থিত। এই জায়গাটিকে Skull Hill ও বলা হয়।
এবার তাহলে বোঝা যাচ্ছে কোথায় যোগসূত্র এবং পর্তুগিজ ওলন্দাজ নাবিকেরা কোথা থেকে পেল এই "গলগাথা" শব্দটি।
এই তথ্যের সপক্ষে আরো কিছু প্রমাণ পাওয়া যায়। তখনকার দিনে বনিক অথবা নাবিক যারা বানিজ্য করতে আসত অথবা জেনারেল করে যাদেরকে ইউরোপ থেকে পাঠানো হত। তাদের মধ্যে অনেকেই নিজের অভিজ্ঞতা লিখে রাখতেন ডায়রীতে। পরবর্তীতে দেশে ফিরে সেই গুলি পুস্তক হিসাবে ছাপানো হত। এরকমই একজন হলেন Hunter সাহেব তিনি তার লেখা বইতে এই অঞ্চলকে "Golgatha, the valley of skull" বলে সম্বোধন করেছেন।
আরেকজন ব্রিটিশ জেনারেল উইলিয়াম হেজেস তার লেখা ডায়েরীতে আবার এই জিনিসটাকে ভিন্ন দৃষ্টি কোন দিয়ে বিবেচনা করছেন। আমরা সকলেই জানি ভারতে প্রথম ঔপনিবেশ স্থাপন করেন পর্তুগিজরা। এই পর্তুগিজরা বাংলায় এসে সপ্তগ্রামে ব্যবসা বানিজ্য শুরু করে। তখন সপ্তগ্রাম ই ছিল বাংলার প্রান কেন্দ্র। কিন্তু আসতে আসতে সরস্বতী নদীতে চরা পরতে থাকে ফলে যাতায়াত করা অসম্ভব হয়ে পরে। তখন পর্তুগিজরা নিজের ঘাঁটি পরিবর্তন করে নিয়ে যায় হুগলিতে। আসলে ওখানে প্রথমে গুদাম ঘর যেখানে তারা বানিজ্যের সামগ্রী মজুদ করে রাখত। পর্তুগিজরা এই গুদাম গুলিকে বলত "ওগলি" সেটাই পরবর্তীতে হুগলির রুপ নিয়েছে। এই পর্তুগিজরা নাম দিয়েছিল Hugli gulin হেজেস সাহেবর একেই Gullghat বা Golghat বলে ডাকা হত, কলকাতাকে নয়। এই ছিল কলকাতা নামকরণের যে কটি মত আছে তার একটি। পরেরদিন জানব চুন থেকে পান খসে কি করে কলকাতা হয়।
কিছু ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। ভালো লাগলে আমার YouTube চ্যানেলটি একটু Subscribe করবেন। ধন্যবাদ ❤️
দ্বিতীয় পর্ব দেখতে হলে এখানে ক্লিক করুন
To download any movies you can request us on our
- Get link
- X
- Other Apps
welcome to cinepachali the house for movie lovers. Here we gonna build a healthy movie community where all movie lovers can discuss about anything. Join our fb page and youtube channel for further info.
Comments
Post a Comment